NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

অশ্লীলতা ছাড়া আইটেম গানে নাচতে রাজি অনন্যা


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৪৮ এএম

অশ্লীলতা ছাড়া আইটেম গানে নাচতে রাজি অনন্যা

কখনো প্রেম, কখনো বিচ্ছেদ। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সিনেমার কাজ থাকুক না থাকুক, নিয়মিত খবরের শিরোনামে অনন্যার সম্পর্ক। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন।

এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি। বর্তমানে অভিনেত্রীর চর্চিত প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো।

 

তবে এখন আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার।

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’তে বেলার চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তবে পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি চাঙ্কিকন্যাকে।
তবে এবার কি তাকে আইটেম নাচতে দেখা যাবে? 

 

5
অনন্যা পাণ্ডে

সম্প্রতি, মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিৎ নয়। কোনও সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।

 

তিনি আরও বলেন, ‘যদি কোনও আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’

সামনে বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।