দেশের সবচেয়ে বড় তারকা তিনি। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের মিছিল, আয়ের তাণ্ডব। সর্বশেষ ‘তুফান’ দিয়ে সুনামি তুলেছেন দর্শক হৃদয়ে। এবার নতুন লুকে ধরা দিলেন কিং খান শাকিব খান।
খবর প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২০ এএম
দেশের সবচেয়ে বড় তারকা তিনি। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের মিছিল, আয়ের তাণ্ডব। সর্বশেষ ‘তুফান’ দিয়ে সুনামি তুলেছেন দর্শক হৃদয়ে। এবার নতুন লুকে ধরা দিলেন কিং খান শাকিব খান।
সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদচশমা।
শাকিব খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয়।
তবে হঠাৎ এই ব্যতিক্রমী লুকের রহস্য কী? শাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন, নতুন সিনেমার জন্যই শাকিবের এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পাল।