ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে প্রায় ৮০০ কোটি ডলার এবং নতুন দূরপাল্লার যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে বৃহস্পতিবার এই ঘোষণা দেন বাইডেন।
এর মধ্যে ৫৫০ কোটি ডলার আগামী ১ অক্টোবর মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগেই অনুমোদিত হবে। বাকি ২৪০ কোটি ডলার ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) মাধ্যমে ছাড় করা হবে; অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই অর্থ পাবে না ইউক্রেন।