আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়ে বাংলার ‘প্রথম নারী শহীদ’ তিনি। তাঁর জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘প্রীতিলতা’। নাম ভূমিকায় ছিলেন পরীমনি।
খবর প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৮ পিএম
আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়ে বাংলার ‘প্রথম নারী শহীদ’ তিনি। তাঁর জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘প্রীতিলতা’। নাম ভূমিকায় ছিলেন পরীমনি।
তবে নানা কারণে ছবিটি শুটিং শেষ করতে পারেননি। এখন আবার প্রস্তুতি নিয়েছেন শুটিং করার। রাশিদ পলাশ গতকাল জানালেন, ‘পরীমনি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে।
এর আগেও প্রীতিলতাকে পর্দায় উপস্থাপন করেছেন অনেক অভিনেত্রী। ২০১০ সালে ‘খেলে হাম জি জান সে’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা পাওয়া যায় বিশাখা সিংয়ের। ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় ভাগ তামাতিয়া হাজির হন প্রীতিলতা চরিত্রে। ২০২০ সালে বাংলাদেশে ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’ নাটকে প্রীতিলতা চরিত্রে হাজির হন রোবেনা রেজা জুঁই।২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতা রূপে হাজির হয়েছেন নুশরাত ইমরোজ তিশা।