ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব বার্নসলেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেন রাশফোর্ড, এরিকসেন ও গার্নাচো।
মৌসুমে প্রথম গোল করেছেন ব্রাজিলীয় উইঙ্গার অ্যান্টনি। তবে গোলটি এসছে পেনাল্টি থেকে।
খবর প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১৪ এএম
ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব বার্নসলেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেন রাশফোর্ড, এরিকসেন ও গার্নাচো।
মৌসুমে প্রথম গোল করেছেন ব্রাজিলীয় উইঙ্গার অ্যান্টনি। তবে গোলটি এসছে পেনাল্টি থেকে।
১৬তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন রাশফোর্ড। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টনি।
৪৯তম মিনিটে গার্নাচো দ্বিতীয় গোল করেন। ৫৮তম মিনিটে রাশফোর্ড গারনাচোর পাস নিয়ে তার দ্বিতীয় গোল করেন। এরিকসেন ৮১ এবং ৮৫তম মিনিটে দুটি গোল করলে বিধ্বস্ত হয় বার্নসলে।
শনিবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পর ইউনাইটেডের টানা দ্বিতীয় জয় এটি।