NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

জার্মানির কাছে পয়েন্ট হারিয়ে নেশনস লিগ মিশন শুরু ইতালির


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
জার্মানির কাছে পয়েন্ট হারিয়ে নেশনস লিগ মিশন শুরু ইতালির

ইউরো জয়ের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ইতালির। টানা দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি পুঁচকে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুযোগ পেয়েছিল লা ফিনালিসিমা খেলার, সেখানেও আর্জেন্টিনার কাছে কুপোকাত হয়েছে। নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে দলের খোলনলচে বদলে ফেলেছিলেন কোচ রবার্তো মানচিনি। কিন্তু তাতেও কাজ হল না। ঘরের মাঠে জার্মানদের বিপক্ষে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে হয়েছে আজ্জুরিদের।

আর্জেন্টিনার বিপক্ষে যে একাদশ মাঠে নামিয়েছিলেন মানচিনি, সেই একাদশের শুধু গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমা জার্মানির বিপক্ষেও মূল একাদশে ছিলেন। তবে পুরো চেহারা বদলে ফেলেও ভাগ্য খুব একটা বদলাতে পারেননি ইতালি ম্যানেজার। অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ যেমন ছিল জার্মানদের কাছে, তেমনি ইতালির গোলমুখে শটের দিক দিয়েও তারাই এগিয়ে। 

তবে মানচিনির দল মুহূর্তের জন্য উদ্বেলিত হয়েছিল ৭০ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনির গোলে ম্যাচে এগিয়ে গিয়ে। তাদের সেই আনন্দ টিকেছিল মোটে তিন মিনিট। ৭৩ মিনিটে জার্মানির জশুয়া কিমিখ ডন্নারুমাকে পরাস্ত করে ম্যাচে জার্মানদের সমতায় ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয় ম্যাচ।

গোল করার খানিক পরই গোল হজম করে পয়েন্ট হারানোর বিষয়টি মানতে পারছেন না আজ্জুরিদের কোচ মানচিনি, ‘গোল করার পরপরই আমরা গোল হজম করেছি, এটা দুঃখজনক।’
এদিকে কিমিখের গোলে পরাজয় এড়ানোয় জাতীয় দলের ডাগআউটে জার্মান কোচ হান্সি ফ্লিকের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকল। গত বছরের মে’তে জার্মানির দায়িত্ব নেওয়ার পর এখনো তার অধীনে হারের মুখ দেখেনি জার্মানি।

আগামী ৮ জুন (বুধবার) নেশনস লিগে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইতালি এবং জার্মানি। ইতালি লড়বে হাঙ্গেরির বিপক্ষে আর জার্মানি আতিথেয়তা দেবেন ইংল্যান্ডকে।