NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দুলাল মাহমুদ


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ এএম

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দুলাল মাহমুদ

তিন যুগেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতা করছেন মাহমুদ হোসেন খান দুলাল। দুলাল মাহমুদ নামেই যিনি পরিচিত। পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদকের নামের পাশে আছে অনেক পুরস্কারই। এবার আরেকটি পালক যুক্ত হয়েছে তার পুরস্কারের খাতায়।

 

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুলাল মাহমুদ। ৫৯ বছর বয়সী ক্রীড়া সাংবাদিক পুরস্কারটি পেয়েছেন এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা এআইপিএস এশিয়া থেকে। আজ সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইপিএস এশিয়ার কংগ্রেসে এশিয়ার ছয়জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে তাদের আজীবন কর্মকাণ্ডের জন্য এই সম্মানে ভূষিত করা হয়।

অন্য পাঁচজন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালের।

এবার নিয়ে দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিকদের এই সম্মানে ভূষিত করা হবে।

 

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএসের ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ। এআইপিএস এশিয়ার কংগ্রেসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সনৎ বাবলা, কাজী শহীদুল আলম, সামন হোসেন, সুদীপ্ত আনন্দ।