NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন সুজন


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪০ পিএম

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সুজন এর আগে বিসিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ছিলেন গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

 

পরিচালক পদে থাকা অবস্থায় তিনি জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

এ ছাড়াও বিপিএলে একজন সফল কোচও তিনি।

 

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলে খেলেছেন সুজন। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন।