NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সালমানের সঙ্গী হলেন কাজল আগারওয়াল


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ এএম

সালমানের সঙ্গী হলেন কাজল আগারওয়াল

কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না সালমান খান। অগত্যা ভরসা রাখলেন দক্ষিণ ভারতীয় নির্মাতার ওপর। এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’-এ অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে আছেন রাশমিকা মান্দানা।

 

এই খবর বেশ আগেই দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার জানা গেল, এতে যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে মশলাদার এতে তাকে কোন ভূমিকায় পাওয়া যাবে, তা জানা যায়নি।

সিনেমাটিতে আরো এক দক্ষিণ ভারতীয় অভিনয়শিল্পী আছেন—সত্যরাজ।

যিনি ‘বাহুবলী’তে কাটাপ্পা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। 

 

এদিকে, সিকান্দারের ঘোষণার পর থেকে সালমান ভক্তরা আশায় বুক বেঁধেছেন, এই সিনেমার মাধ্যমে তাদের প্রিয় তারকা চেনা দাপটে ফিরবেন। জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’-এর শুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সালমান।

মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। মুম্বাই পর্বের পর ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে।