দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটি লেবাননকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম বেকা জেলার কারাউনে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাসেম আল-শায়ের নিহত হয়েছেন।
আল-শায়ের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। তার মৃত্যুতে ইরান-সমর্থিত দলটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা হারাবে।
হিজবুল্লাহ আল-শায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরায়েলের এই হামলার জবাবে উত্তর ইসরায়েলের দুটি স্থানে ডজন কাতিউশা রকেট ও বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
তবে আইডিএফ জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিছু প্রজেক্টাইল আটকানো হয়েছে এবং অন্যগুলো একটি খোলা জায়গায় পড়েছিল।
বুধবার আইডিএফ জানিয়েছে, গত রাতে তরা ৩০টি হিজবুল্লাহর লঞ্চার ও দক্ষিণ লেবানন এলাকার সন্ত্রাসী অবকাঠামোর সাইট এলাকায় আক্রমণ করেছে। ওই স্থানগুলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, রাতে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে।
যার মধ্যে কয়েকটি আল-কলাইলেহ শহরের বিভিন্ন সম্পত্তি, ফসল ও ভবনের ক্ষতি সাধন করেছে।
বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ আরেকজন যোদ্ধা নিহতের কথা জানিয়েছে, তবে তার মৃত্যুর স্থান বা কারণ কোনোটাই জানায়নি। এতে হামলার কথাও বলা হয়নি। অন্যদিকে এ ঘটনায় লেবাননের জরুরি পরিষেবা রাচাফে ১২ জন আহতের কথা জানিয়েছে।
৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে।