NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বক্স অফিসে হঠাৎ ছন্দঃপতন বিজয়ের


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ এএম

বক্স অফিসে হঠাৎ ছন্দঃপতন বিজয়ের

থালাপতি বিজয়ের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল, বক্স অফিসে হিট। এমনটাই হয়ে আসছে বহু বছর ধরে। এই তামিল সুপারস্টার অভিনীত নতুন সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

 

প্রথম তিন দিনেই ভারতে ১০০ কোটির আয় স্পর্শ করে এটি। চতুর্থ দিনেও বেশ ভালো সাড়া পেয়েছে বক্স অফিসে। তবে পঞ্চম দিনে আয়ের গ্রাফ কমে এসেছে। রীতিমতো অর্ধেকে নেমেছে আয়।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, রবিবার ৩৪ কোটি আয়ের পর সোমবার অর্ধেকে নেমে এসেছে সিনেমাটির আয়। সোমবার ভারতীয় বক্স অফিসে ১৪ কোটি আয় করেছে গোট। যার ফলে ভারতে ১৫১ কোটি রুপি আয় তুলেছে এটি।

৫ দিনে তামিলনাড়ু থেকেই ১৩৪ কোটি রুপি আয় তুলেছে ‘গোট।

’ বিশ্বব্যাপী আয় করেছে ৩০৩ কোটি রুপি।

 

‘গোট’ থালাপতি বিজয়ের ৬৮তম সিনেমা। এতে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৩৭৫ কোটি রুপি।