NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভেনিসে ‘স্বর্ণসিংহ’ জিতলেন আলমোদোভার, সেরা অভিনেত্রী নিকোল


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৩ এএম

ভেনিসে ‘স্বর্ণসিংহ’ জিতলেন আলমোদোভার, সেরা অভিনেত্রী নিকোল

পর্দা নামল ভেনিস চলচ্চিত্র উৎসবের। এ বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কার জিতেছে খ্যাতিমান স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। এটাই তার পরিচালিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিস লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ড থিয়েটারে ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

একই ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর ‘দ্য রুম নেক্সট ডোর’ দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) জানায়। ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশনের মধ্যে এটি অন্যতম।

 

পুরস্কার গ্রহণ করার সময় আলমোদোভার বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র.... তবে আত্মাটি স্প্যানিশ।

 

সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। রৌপ্যসিংহ বা সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছে ব্র্যাডি করবেট। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স।

 

এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। অন্যদিকে, ‘দ্য কোয়াইট সন’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরোর ‘ভারমিগ্লিও’।

গত ২৮ আগস্ট শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসব।

এবারের আসরে আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পেয়েছেন মার্কিন অভিনেত্রী-প্রযোজক সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার।