NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

পুতিনের ‘গোপন’ দুই শিশুপুত্রের তথ্য ফাঁস


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫১ পিএম

পুতিনের ‘গোপন’ দুই শিশুপুত্রের তথ্য ফাঁস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। যদিও তারা সম্পর্কের বিষয়টি স্বীকার করতে চান না। তবে সম্প্রতি দুজনের সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। 

দাবি করা হচ্ছে, পুতিন এবং কাবায়েভার দুই ছেলে আছে।

যাদের একজন ইভান (৯), অন্যজন ভ্লাদিমির জুনিয়র (৫)। তারা পুতিনের প্রাসাদেই থাকেন বলে স্বাধীন অনুসন্ধানী মিডিয়া আউটলেট দোসিয়ের সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে। 

 

আশ্চর্যজনকভাবে ছেলেদের জন্য গোপনে ব্রিটিশ এবং নিউজিল্যান্ডের নাগরিকদের গভর্নেস হিসেবে রাখা হয়েছিল বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে আরো বলা হয়, বর্তমানে রাশিয়ায় যুদ্ধের কারণে ৭১ বছর বয়সী এই শাসক তার ছেলেদের ইংরেজি শেখানোর জন্য দক্ষিণ আফ্রিকার নাগরিক নিয়োগ করেছেন।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন এবং আলিনা কাবায়েভার ছেলে ইভান পুতিন এবং ভ্লাদিমির পুতিন (জুনিয়র)-কে অত্যন্ত সুরক্ষিত করে রেখেছেন। ছেলেদের এফএসও (ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস)-এর সদস্যরা পাহারার মধ্যে রাখেন। এ ছাড়া ন্যানি, গভর্নেস এবং পেশাদার প্রশিক্ষকরা চব্বিশ ঘণ্টা তাদের পাশেই থাকেন। 

দুই ছেলেকে সমবয়সী কোনো শিশুর সঙ্গে মিশতে দেওয়া হয় না।

বাবা-মায়ের সঙ্গে দুই ছেলের সাক্ষাৎও ঘটে কদাচিৎ। তবে বাবার সঙ্গে অল্প হলেও সুন্দর সময় কাটায় তারা। দুই ছেলেকে স্কুলেও পাঠান না পুতিন। রুশ রাজকীয় সন্তানদের মতো পুতিনের প্রাসাদে পড়ানো হয়।

 

দোসিয়ের সেন্টার আরো জানিয়েছে, তারা ইভানের ছবি খুঁজে পেয়েছে কিন্তু সেগুলো প্রকাশ করেনি সংস্থাটি।

মারিয়া (৩৯) ও ক্যাটরিনা (৩৭) দুই মেয়ের পর পুতিনের প্রথম পুত্রসন্তান ইভান। 

 

সুইজারল্যান্ডের একটি অভিজাত ক্লিনিকে জন্ম তার। জন্মের পর পুতিন বেশ খুশি হয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিনি এতটাই খুশি হয়েছিলেন যে চিৎকার করে বলেন, ‘হুররে! অবশেষে একটা ছেলে!’ 

ভ্লাদিমির (জুনিয়র) সুইস ক্লিনিকের ডাক্তারদের অধীনে মস্কোতে কঠোর নিরাপত্তার মধ্যে জন্মগ্রহণ করে। পুতিনের রাজকুমারদের কোনো তথ্য সরকারি ডাটাবেইসে নেই। তাদের জন্মতারিখ শুধু তাদের নিকটবর্তী পরিবারই জানে। তাদের আলাদা বিমান আছে। ইয়ট এবং সাঁজোয়া ট্রেনে ব্যবহার করে তারা।

পুতিন পরিবারের অভ্যন্তরের একটি সূত্রের মতে, ‘মস্কোর উত্তরে বন এবং হ্রদের মধ্যে একটি প্রাসাদ ভালদাইতে থাকে পুতিনের দুই ছেলে।’ প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিম শেখানো হয় দুই ছেলেকে।

এর আগে গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে পুতিন ও কাবায়েভা তাদের সন্তানদের জন্য বিশাল বাংলো কিনেছেন বলে দাবি করা হয়েছিল। কিন্তু তখন বিস্তারিত কোনো তথ্য সামনে আনেনি দ্য টেলিগ্রাফ।