বিয়ে করলে নাকি বরকত বাড়ে। অনেক দিন ধরেই বাবর আজম ছন্দে না থাকায় তাই তাকে এবার বিয়ের পরামর্শ দিয়েছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক ব্যাটারের মতে, বিয়ের পর বাবর পুরো ভিন্ন এক মানুষ হয়ে উঠবে।
নিজের ইউটিউব চ্যানেলে উত্তরসূরি বাবরকে এমনই উপদেশ দিয়েছেন বাসিত।