NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইংলিসের


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০২ পিএম

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইংলিসের

প্রথম টি-টোয়েন্টিতেই বিধ্বংসী ব্যাটিংয়ের একটু নমুনা দিয়েছিলেন জশ ইংলিস। তবে ৩২০.০০ স্ট্রাইকরেটে ৮০ রান করা ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটারদের খুব একটা ব্যাটিংয়ের সুযোগ দেননি। স্কটল্যান্ডের বিপক্ষে তবুও ১৩ বলে অপরাজিত ২৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার ইংলিশ।

আজ যখন ইনিংস বড় করার সুযোগ পেলেন তখন রেকর্ডের পাতাই উল্টা-পাল্টা করলেন ইংলিস।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। মুদ্রার উল্টো পিঠ দেখা হেড আজ গোল্ডেন ডাক মারলে তিনে ব্যাটিংয়ে নামেন ইংলিস। ব্যাটিংয়ে নেমে ব্যাটকে তলোয়ার বানান তিনি।

 

যে তলোয়ারে ‘কচুকাটা’ অবস্থা স্কটল্যান্ডের বোলারদের।

মার্ক ওয়াট-ব্র্যাড হুইলদের বল গ্যালারিতে পাঠিয়ে ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিস। আর এতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হন তিনি। নিজের রেকর্ড অবশ্য নিজেই ভাঙলেন তিনি। তার আগে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন ২৯ বছর বয়সি ব্যাটার।
তিনজনই সমান ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

 

এবার রেকর্ডটার মালিক একাই হলেন ইংলিস। সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে একের অধিক সেঞ্চুরি হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ফিঞ্চের মতো সমান ২টি সেঞ্চুরি তার। সর্বোচ্চ ৫টি সবার শীর্ষে আছেন ম্যাক্সওয়েল।

আউট হওয়ার আগে ১০৩ রানের ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার। ২১০.২০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন সমান ৭ চার ও ৭ ছক্কায়।

 

ইংলিসের বিধ্বংসী সেঞ্চুরিতে স্কটল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে রেকর্ড ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছিল অধিনায়ক মিচেল মার্শের দল।