NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউরোই রোনালদোর বিশ্বকাপ


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৬ এএম

ইউরোই রোনালদোর বিশ্বকাপ

গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদো যে চিরাচরিত উদযাপন করেন গতকাল সেটা দেখা যায়নি। ‘সিইউ’ উদযাপনের বিপরীতে ভিন্ন এক রূপে হাজির হন গর্তুগাল কিংবদন্তি। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের পর ডান কর্নারে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন তিনি।

তারপর মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে বুকভরে নিঃশ্বাস নিয়ে যেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন রোনালদো।

এমন উদযাপন করার কারণ বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়েছেন ‘সিআর সেভেন’। এমন বহু রেকর্ডে নাম তুলেছেন তিনি। তবে একটা অপূর্ণতা রয়েছে তার ক্যারিয়ারে।

 

আর সেটা হচ্ছে কখনো বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। ক্যারিয়ারে পাঁচবার ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিয়ে সোনালি ট্রফিটায় চুমু এঁকে দেওয়ার সুযোগ হয়নি রোনালদোর। অথচ বহু সোনালি ট্রফিতেই তার স্পর্শ রয়েছে। জিতিছেন ক্লাব এবং ব্যক্তিগতভাবে অনেক ট্রফিও।

বাস্তবতাকে মেনে তাই যা জিতেছেন তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।

 

পর্তুগালের হয়ে ইউরো জেতাকেই বিশ্বকাপ জয়ের সমান বলেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে ৯০০তম গোলের রেকর্ড স্পর্শ করার পর আল নাসরের অধিনায়ক বলেছেন, ‘পর্তুগালের হয়ে ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান। পর্তুগালের হয়ে ইতিমধ্যে দুটি ট্রফি জিতেছি। যা আমি সত্যি চেয়েছিলাম।

 

ট্রফি এবং রেকর্ডের পেছনে যে তিনি ছোটেন না সেই পুরনো কাসুন্দি আবারও বলেছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক বলেছেন, ‘আমি এসবে অনুপ্রাণিত নই। ফুটবল উপভোগে অনুপ্রাণিত হই। রেকর্ড আপনা আপনি চলে আসে।’

ক্যারিয়ারে সব মিলিয়ে ৩৩ ট্রফি জিতেছেন রোনালদো। সংখ্যাটা যে সামনে বাড়ানোর সুযোগও আছে। কারণ ৯০০ গোল করেই থেমে থাকতে চান না তিনি। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডকে জানিয়েছেন, ১০০০ গোল করতে চান তিনি।

লক্ষ্যটা পূরণ হলে সম্ভাবনাটা বেশিই থাকছে রোনালদোর নামের পাশে আরো কিছু ট্রফি যোগ হওয়ার। সেদিক থেকে ৩৯ বছর বয়সী রোনোলদোর সুযোগ থাকছে বিশ্বকাপ জয়েরও। প্রায় ২ বছরের মাথায় ২০২৬ বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ক্যারিয়ারের শেষে এসে লিওনেল মেসির মতোই আজন্ম স্বপ্ন পূরণও হতে পারে তার। ৪১ বছর বয়সে পূরণ করতে পারেন কি না, সেটা অবশ্য সময়ই বলে দেবে।