মুক্তির পর থেকেই বক্স অফিসে চালকের আসনে বলিউডের অন্যতম জনপ্রিয় হরর-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী ২।’ হরর কমেডি সিনেমা হিসেবে ইতোমধ্যে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে এটি। এবার ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করলো সিনেমাটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির ২২ তম দিন ভারতে ২.১৩ কোটি (আয়ের গননা এখনো চলছে) আয়ের মধ্য দিয়ে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
এর আগে ২১ তম দিনে ৫.৬ কোটি রুপি আয় করে সিনেমাটি।
এদিকে ২১ দিনে বিশ্বব্যাপী ৭১০ কোটির বেশি আয় করে নিয়েছে সিনেমাটি। বিশ্বব্যাপী আয়ে সানি দেওলের গত বছরের ব্লকবাস্টার ‘গাদার ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে এটি। এবার নজর রণবীর কাপুরের অ্যানিমেলের দিকে।
অ্যানিমেল বিশ্বব্যাপী আয় করেছিল ৯১৭ কোটি রুপি।
‘স্ত্রী ২’-এর একটি দৃশ্য
বাণিজ্য বিশ্লেষকদের মতে, রণবীর কাপুরের অ্যানিমেলের রেকর্ড ভেঙে ফেলতে পারে রাজকুমার-শ্রদ্ধার ‘স্ত্রী ২’। বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় প্রথম স্থানে রয়েছে আমির খানের ‘দঙ্গল।’ সিনেমাটি ১৯০০ কোটির বেশি আয় করেছে বিশ্বব্যাপী।
এরপরের দুটি সিনেমাই শাহরুখ খানের। ‘জওয়ান’ বিশ্বব্যাপী আয় করেছে ১১৪৮ কোটি এবং ‘পাঠান’ আয় করেছে ১০৫০ কোটি। চতুর্থ স্থানে রণবীরের অ্যানিমেল। পঞ্চম স্থানে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে রাজকুমার-শ্রদ্ধার ‘স্ত্রী ২’।
এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।
প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।
২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।