ছাত্র-জনতার আন্দোলন এখনো শেষ হয়নি। ৫ আগস্ট বিজয় আসার পরও নানা কিছু প্রকাশ পাচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে নানা তথ্য প্রকাশ পাচ্ছে। যা দেখে শিউরে উঠছে সাধারণ মানুষ।
খবর প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০০ পিএম
ছাত্র-জনতার আন্দোলন এখনো শেষ হয়নি। ৫ আগস্ট বিজয় আসার পরও নানা কিছু প্রকাশ পাচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে নানা তথ্য প্রকাশ পাচ্ছে। যা দেখে শিউরে উঠছে সাধারণ মানুষ।
এই গ্রপের সদস্য ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ অনেকে।
‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিশেষ করে শোবিজে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা।
এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কি না, তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না।