জনগনের চাপে শেখ হাসিনা পালিয়া যাওয়ার এক মাস হলো আজ। গত মাসের আজকের দিনে পতন ঘটে সরকারের। এদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন বলে মন্তব্য করেছেন তাসরিফ।
ছাত্র-জনতার বিজয়ের মাস পূর্তির দিন নিজের ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে আয়নাঘরে থাকতাম।