ভুটানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
ভুটান সফরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
খবর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম
ভুটানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
ভুটান সফরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ভুটানের খেলোয়াড়ের ম্যাচের মধ্যে থাকলেও বাংলাদেশের সেই সুযোগ হয়নি। গত তিন মাস বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠ অনেক উচ্চতায় হওয়ায় একটু চ্যালেঞ্জের কথা জানিয়েছেন কাবরেরা।
ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন অধিনায়ক জামালও। বাংলাদেশি অধিনায়ক বলেছেন, ‘আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে।
তবে ভুটানের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন জামাল। তিনি বলেছেন, ‘আমি মনে করি, সবাই প্রস্তুত। অবশ্যই আমাদের আরো বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি, আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’