যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসে ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির জানিয়েছে, গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ তহবিল জমা হয়।
কমলার প্রচারাভিযানের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন প্রকাশিত একটি মেমোতে বলা হয়েছে, ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে আট কোটি ২০ লাখ ডলার এসেছে গত সপ্তাহের সম্মেলনের সময়।
ডিলন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ঠিক আগমুহূর্তে আমাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলার অতিক্রম করে।