NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

শান্তর বিশ্বাস দ্বিতীয় টেস্টও জিতবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৯ পিএম

শান্তর বিশ্বাস দ্বিতীয় টেস্টও জিতবে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে ড্র হওয়ার পথেই ছিল রাওয়ালপিন্ডি টেস্ট। তবে শেষ দিনে দৃশ্যপট বদল যায়। প্রথম টেস্টের পিচ চূড়ান্ত দিন বোলিং সহায়ক হওয়ায় যেন ‘ ওস্তাদের মার শেষ রাতে’ এমনটা করে দেখালেন বাংলাদেশের বোলাররা।

আর তাতেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পায় বাংলাদেশ।

১০ উইকেটের জয়টি আবার পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে পাওয়া যেকোনো সংস্করণে বাংলাদেশের প্রথম। আজ জয় নিয়ে মাঠ ছাড়বেন সেটা সকালেই নাকি অনুভব করছিলেন নাজমুল হোসেন শান্ত। 

 

আজ ২৬তম জন্মদিন পালন করা বাংলাদেশি অধিনায়ক শান্ত বলেছেন,‘এটা দারুণ অনুভূতি। আজকে সকালে যখন মাঠে এসেছি, তখন থেকেই বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব।

কারণ আমরা তখন ৯৪ রানে এগিয়ে ছিলাম। স্পিনারদের জন্য পিচ কঠিন ছিল। পেসারদের বল বেশ উঁচু-নিচু হচ্ছিল। তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব।
এটাই ঘটেছে।’

 

টেস্ট জয়ে পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে দীর্ঘ ২৩ বছরের জয়ের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশ। তবে টেস্ট জিতেই নিজেদের কাজটা শেষ করতে চান না শান্ত। সিরিজে চোখ রাখছেন তিনি। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের কথা বলেছেন বাঁহাতি ব্যাটার,‘পরবর্তী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচ শেষ এবং আমরা খুব উপভোগ করেছি। পরের ম্যাচ কিভাবে জিতব সেটার জন্য প্রস্তুত হতে হবে। আমরা সবাই বিশ্বাস করি, পরের ম্যাচ আমরা জিততে পারব। এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। আমরা ম্যাচ জয়ের জন্য চিন্তা করছি না। আমরা কিভাবে প্রসেসের মধ্যে দিয়ে যাবো এবং সেশন বাই সেশন চিন্তা করছি। শান্ত থাকা এবং প্রতি সেশন নিয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ।’