ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। দেশের এই ত্রান্তিলগ্নে অনেক প্রতিষ্ঠানের মতো বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে ফারুক বলেছেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের দেশে এত বড় বন্যা এসেছে।