খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৫, ০১:২২ এএম
লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে গণ সংম্বর্ধনা দিয়েছে লক্ষীপুর জেলা প্রবাসী ইউএসএ সংম্বর্ধনা কমিটি।
গত ২১ জুলাই বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির অভিজাত এক পার্টিহলে আয়োজিত এ সংম্বর্ধনায় যোগ দেন লক্ষীপুর, রায়পুর, এবং বৃহত্তর নোয়াখালি জেলার কয়েক’শ প্রবাসী বাংলাদেশী।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় সংম্বর্ধনা অনুষ্ঠানের মূল পর্ব। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় দাড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান আমন্ত্রিত অতিথিরা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় কাউকে কাউকে কন্ঠ মেলাতে দেখা যায় জাতীয় সংগীতের সাথে।
এ সময় লক্ষীপুর, রায়পুর এবং নোয়াখালির অঞ্চলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাংসদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা তাদের প্রিয় নেতা ও সংসদ সদস্যকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে যান সংম্বর্ধনা সভা মঞ্চে।
এলাকাবাসীর শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন চেৌধুরী নয়ন আমন্ত্রিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি প্রবাসীদের দেয়া এই ভালোবাসা ও সম্মানের কথা কখনো ভুলে যাবেন না বলে জানান। লক্ষীপুর-রায়পুর এলাকাকে মাদকমুক্ত, সম্ত্রাসমুক্ত এক নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার অংগীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ফাষ্ট সেক্রেটারি ইসরাত জাহান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, মূল ধারার নেতা মাফ মেজবাহ উদ্দিন, মাজেদা উদ্দিন, এ্যাথলেটিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু, অনুষ্ঠান উদযাপন কমিটিরর আহ্বায়ক মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইব্রাহিম চৌধুরী রতন, আক্তার হোসেন ভূইয়া, জহিরুল হক মুকুল, এস এম আমানত, সদস্য সচিব বেলাল আহমেদ, যুগ্ম সচিব দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম সচিব নূর হোসেন লিটন, ট্রেজারার আলমগীর মোল্লা, যুগ্ম ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম ভূইয়া, কামরুল হাসান, দেলোয়ার চৌধুরী এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী প্রফেসর ইমাম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ডলারের রিজাভ সংকট ও অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের পাশে থাকতে প্রবাসীদের আহ্বান জানান।