NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৫ পিএম

কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদীর পাড়ে থাকা ঘরবাড়ি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদীতে তীব্র স্রোতের কারণে যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে কুমিল্লা নগরজুড়ে বিরাজ করছে আতঙ্ক। গোমতী সংলগ্ন এলাকা থেকে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানের তথ্যমতে, গোমতীর পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকালে ছিল বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপরে। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান গোমতী পরিদর্শন করেছেন।

 

নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জামান জানান, বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে চুইয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। যেখানেই খবর পাচ্ছি, স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।

 

কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী  বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা জেলায় দেড় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যাদুর্গতদের মাঝে নগদ টাকা, চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত ১২ লাখ টাকা এবং ৩৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।