একজন চলচ্চিত্রের তারকা, অন্যজন গানের। দুজনেরই জনপ্রিয়তা ও ব্যস্ততা ঢের। এর মধ্যেই চলছে হৃদয়ের লেনাদেনা। সেটাও দীর্ঘ সাত বছর ধরে।
খবর প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম
একজন চলচ্চিত্রের তারকা, অন্যজন গানের। দুজনেরই জনপ্রিয়তা ও ব্যস্ততা ঢের। এর মধ্যেই চলছে হৃদয়ের লেনাদেনা। সেটাও দীর্ঘ সাত বছর ধরে।
হ্যাঁ, আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন ও ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের কথা বলা হচ্ছে। গতকাল হঠাৎ খবর ছড়ায়, তাঁরা সম্পর্কে ইতি টেনেছেন। একটি সূত্রের দাবি, ‘কয়েক মাস ধরে ক্রিস ও ডাকোটা প্রবল চেষ্টা করেছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। দুজনেরই পরস্পরের প্রতি ভালোবাসা আছে, তবে দিনশেষে তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
তবে ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, তারকাদ্বয় এখনো একসঙ্গেই আছেন। প্রতিনিধির ভাষ্য, ‘তাঁরা সুখে-শান্তিতে একসঙ্গে আছেন।
২০১৭ সাল থেকে প্রেম করছেন ডাকোটা ও ক্রিস। গুঞ্জন রয়েছে, চলতি বছরের মার্চে তাঁরা গোপনে বাগদান সেরেছেন। যদিও বিষয়টি নিয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।