NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

লির নতুন ট্রেলারে নজর কাড়লেন কেট উইন্সলেট


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৪, ০৬:১৪ এএম

লির নতুন ট্রেলারে নজর কাড়লেন কেট উইন্সলেট

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট এবার পর্দায় আসছেন আলোকচিত্রী হয়ে। মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেন। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।

এবার একটি নতুন ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। ট্রেলারে লির জীবনের গল্প ফুটে উঠেছে, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

 

‘লি’-তে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী ফুটিয়ে তুলবেন কেট। এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে এলেন কারাসের।

সিনেমাটিতে যুদ্ধের ময়দানে লি মিলারের দুঃসাহসী ভূমিকা তুলে ধরা হবে। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত  ‘লি’ সিনেমাটি। এতে কেট উইন্সলেট ছাড়াও অভিনয় করেছেন কেট সলোমন, ট্রয় লাম, অ্যান্ড্রু ম্যাসন প্রমুখ। গত বছর টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।
 

 

 

এদিকে সুইজারল্যান্ডে জুরিখ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন কেট। মার্কিন গণমাধ্যম ভারাইটি জানিয়েছে, কেটকে সম্মানিত করা হবে ৭ অক্টোবর। এ ছাড়া উৎসবে অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘লি’ প্রদর্শিত হবে। আগামী ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর হবে উৎসব। 

গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন এমন খবরে উচ্ছ্বসিত কেট উইন্সলেট।

তিনি বলেন, “আমাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। প্রদর্শনের জন্য আমার সিনেমা ‘লি’কে নির্বাচিত করার জন্যও কৃতজ্ঞতা। সিনেমার সঙ্গে যুক্ত সবার সঙ্গে খবরটি ভাগাভাগি করে নিতে চাই।”

 

১৯৯৪ সালে মাত্র ১১ বছরে ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কেট উইন্সলেটের। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিনেমাটিতে অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে অস্কারে মনোনীত হন কেট। পরে ‘আইরিশ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘লিটল চিলড্রেন’, ‘স্টিভস জবস’, ‘দ্য রিডার’ ইত্যাদি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ২০০৮ সালে ‘দ্য রিডার’-এ অভিনয়ের জন্য বাফটা ও অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।