NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে মইনুল-আসাদ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৪, ০১:০৮ এএম

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে মইনুল-আসাদ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর নির্বাচনে মইনুল-আসাদ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গত ৬ আগস্ট নিউইয়র্কে এস্টোরিয়ার জালালাবাদ ভবনে নির্বাচন কমিশন এ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনের (২০২৪-২০২৭) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল আগামী ২৫ আগস্ট।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার), মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিন গত ৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে কার্যকরি কমিটির ২৫টি পদের জন্য ২৭টি মনোনয়ন পত্র দাখিল করা হয়। সভাপতি প্রার্থী মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী আতাউল গনি আসাদ এর নের্তৃত্বাধীন মইনুল-আসাদ পরিষদ পূর্ণ প্যানেলে মনোনয়ন পত্র জমা দেয়। আর স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন মনসুর চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান।
সূত্র মতে, মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র সভাপতি পদ প্রার্থী মনসুর চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদ প্রার্থী ফজলুর রহমান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশন মইনুল-আসাদ প্যানেলেেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুমের সভাপতিত্বে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট)। এসময় নির্বাচন কমিশনার সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার) এবং মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) উপস্থি ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন : সভাপতি মইনুল ইসলাম, সহ সভাপতি (সিলেট) শাহ মিজানুর রহমান, সহ সভাপতি (সুনামগঞ্জ) মো. মনির উদ্দিন, সহ সভাপতি (হবিগঞ্জ) মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সভাপতি (মৌলভীবাজার) মো. এ খায়ের, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, সহ সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, সাদিস্যিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খলিলুর রগমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তাসমিয়া চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক, কার্যকরী সদস্য (সিলেট) মো. বেলাল চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট) বদরুল উদ্দিন, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) মোহাম্মদ শাহীন কামালী, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) সৈয়দ এল মিয়া, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) জামাল হোসেন, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) দেওয়ান মোতাচ্ছির, কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মো. মাসুক মিয়া এবং কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মো. নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ভোটর সংখ্যা ৩ হাজার ৪৩ জন। এর মধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ এবং কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।