NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

আবার ‘বিগবস’ সঞ্চালকের চেয়ারে সালমান


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০৮:৪১ পিএম

আবার ‘বিগবস’ সঞ্চালকের চেয়ারে সালমান

আবার বিগবসের সঞ্চালকের চেয়ারে বসতে যাচ্ছেন বলিউড তারকা সালমান খান। যদিও বিগবস ওটিটি-৩-এর সঞ্চালনা করেননি তিনি। তার জায়গায় আসন নিয়েছিলেন অনিল কাপুর। এবার জানা গেল বিগবস সিজন ১৮-তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন ভাইজান।

একই সঙ্গে জানা গেল কবে থেকে শুরু হচ্ছে এই শো।

 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সালমান খান এবার বিগবস ওটিটি-৩-এর সঞ্চালনা করেননি কারণ তিনি তখন ‘সিকান্দর’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে বিগবস সিজন ১৮-এর সঞ্চালনা করবেন। আর জানা গিয়েছে প্রথা মেনে অক্টোবর মাসেই শুরু হবে এই শো।

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে এই জনপ্রিয় রিয়ালিটি শো।

 

ইতিমধ্যেই একাধিকজনের কাছে এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কাউকেই প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয়নি। অন্তর্জাল থেকে জন্য যাচ্ছে ইশা কোপিকরসহ শাইনি আহুজা, গুরুচরণ সিং, অর্জুন বিজলানি, করণ প্যাটেল, সমীরা রেড্ডির কাছে এই প্রস্তাব গিয়েছে।

শোনা যাচ্ছে সুরভী জ্যোতি, পূজা শর্মা, শোয়েব ইব্রাহিম, দলজিৎ কৌরের নামও। এ ছাড়া অনুমান করা হচ্ছে অভিষেক মালহান, দীপিকা আর্য, ডলি চায়েওয়ালা প্রমুখের মতো সোশ্যাল মিডিয়া তারকারাও থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে সবটাই এখন অনুমান। আসলে কারা অংশ নিলেন সেটা শো শুরু হলেই জানা যাবে।

 

গত ২ আগস্ট সবেই শেষ হলো বিগবস ওটিটি ৩।

অনিল কাপুর সঞ্চালিত এই সিজনের বিজয়ী হয়েছেন সানা মকবুল। তবে এবার সব থেকে বেশি নজর কেড়েছেন আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল।