দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন।
গত বছরের মে মাসেই মানার সঙ্গে মাহরার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যাসন্তান আছে, যার বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি।