দুই দিনব্যাপী এই আয়োজনে দেওয়া হবে ‘আনন্দমেলা’ অ্যাওয়ার্ড। দুই দিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র ভারগেস মাইকেল।
বাংলাদেশ থেকে যে এক ঝাঁক তারকা শিল্পী অংশ নিচ্ছেন তারা হলেন কণ্ঠশিল্পী মিলা, প্রতিক হাসান, তমা মির্জা, রায়হান রাফি, জায়েদ খান, কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, মন্দিরা চক্রবর্তী, ডিজে রাহাত, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই। দুই দিনব্যাপী এই আয়োজনে নেচে-গেয়ে প্রবাসীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মাতবেন তারা।