NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

এক ঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ০৫:৫৭ পিএম

এক ঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে থাকে। প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের এক ঝাঁক তারকা শিল্পী। এবারের আয়োজনটি হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ জুলাই।

দুই দিনব্যাপী এই আয়োজনে দেওয়া হবে ‘আনন্দমেলা’ অ্যাওয়ার্ড। দুই দিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র  ভারগেস মাইকেল।

 


বাংলাদেশ থেকে যে এক ঝাঁক তারকা শিল্পী অংশ নিচ্ছেন তারা হলেন কণ্ঠশিল্পী মিলা, প্রতিক হাসান, তমা মির্জা, রায়হান রাফি, জায়েদ খান, কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, মন্দিরা চক্রবর্তী, ডিজে রাহাত, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই। দুই দিনব্যাপী এই আয়োজনে নেচে-গেয়ে প্রবাসীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মাতবেন তারা।

আয়োজনটি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।
আনন্দমেলা আয়োজন কমিটির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন । ইতোমধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানিছেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের অতি পরিচিত আয়োজন হচ্ছে এই আনন্দমেলা।
একেবারে নন-প্রফিটেবল অনুষ্ঠান এটি।  প্রতিবছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের উপস্থিতি নতুন মাত্রা পাবে বলেই আমি মনে করছি।
ইতোমধ্যে অনেকে শিল্পী যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। কয়েকজন আসছেন। আশা করি, এবারের আয়োজনটিও উৎসবমুখর হবে।’
আনন্দমেলার চেয়ারম্যান হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আর্থিক লাভের জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার বাংলাদেশি উপস্থিত হয়ে দুটি দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটা আরো সুদৃঢ় হয়।’