NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

অবৈধ মাদক রাখার অভিযোগে আমেরিকান র‌্যাপার ওয়েজ খলিফাকে গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ১১:৪৫ এএম

অবৈধ মাদক রাখার অভিযোগে আমেরিকান র‌্যাপার ওয়েজ খলিফাকে গ্রেপ্তার

অবৈধ মাদক সঙ্গে রাখার অভিযোগে আমেরিকান র‌্যাপার ওয়েজ খলিফাকে গেপ্তার করেছে রোমানিয়ান পুলিশ। স্থানীয় সময় রবিবার গান গাওয়ার মঞ্চে অবস্থানকালে গাঁজা সেবনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া যায়। আদালত প্রসিকিউটরদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

 

গ্রেপ্তারের সময় ওয়েজ খলিফা কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি গ্রামে আয়োজিত উৎসবে সংগীত পরিবেশন করছিলেন।

রোমানিয়ার সংগঠিত অপরাধবিরোধী প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, কস্টিনেস্টি গ্রামে সংগীত পরিবেশনের সময় অভিযুক্ত ব্যক্তির কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা ছিল। এ সময় তিনি হাতে তৈরি সিগারেটের আকারে সেটি সেবন করেছেন বলে জানা গেছে৷ প্রসিকিউটররা জানিয়েছেন যে আলোচিত শিল্পীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে খলিফাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন একদল পুলিশ।

 

এদিকে এক্সে এক পোস্টে খলিফা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের সময় পুলিশ ‘ভক্তিপূর্ণ’ আচরণ করেছে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ 

খলিফা বলেন, ‘গতরাতের শো চমৎকার ছিল। রোমানিয়ার প্রতি কোনো অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আমি মঞ্চে গাঁজা সেবন করিনি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে মনোরঞ্জনের উদ্দেশ্যে গাঁজা সেবন বৈধ।

এছাড়া ১৪টি অঙ্গরাজ্যে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সেবন বৈধ। খলিফা তার ব়্যাপের মধ্যে প্রায়ই গাঁজার কথা উল্লেখ করেন।

 

রোমানিয়াতে গাঁজা ‘ঝুঁকিপূর্ণ মাদক’ হিসেবে পরিচিত। এই মাদক কারো কাছে পাওয়া গেলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।