NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা করে পেল আর্জেন্টিনা-স্পেন


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৪, ০৮:০৯ পিএম

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা করে পেল আর্জেন্টিনা-স্পেন

ফাইনালিসিমায় লিওনেল মেসির বিপক্ষে খেলতে চান লামিনে ইয়ামাল। গতকাল ইউরোর ফাইনাল খেলতে নামার আগে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্প্যানিশ উইঙ্গার। তার সেই চাওয়া দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের ফাইনাল শেষে পূরণও হয়েছে।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর আজ সকালে আর্জেন্টিনাও কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে।

কলম্বিয়াকে লাউতারো মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এতে করে ফাইনালিসিমায় মেসির বিপক্ষে খেলাটা নিশ্চিত লামিনের। যদি ফাইনালিসিমার আগে দুই তারকার কোনো ধাক্কা না আসে আরকী।

 

সে যাই হোক ফাইনালিসিমার সময় ঘনিয়ে আসার সময়ই মেসি-লামিনে খেলতে পারবেন কিনা তা জানা যাবে।

তবে এখন চ্যাম্পিয়ন হওয়ার দুই তারকার দলের পকেটে কত টাকা করে ঢুকেছে সেটা জানা যাক। ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬২ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১০ কোটি টাকা। সবমিলিয়ে ইউরোর বাজেট ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৪৩ কোটি ২৮ লাখ টাকা।
প্রতিটি দল অংশগ্রহণ ফি এবং ম্যাচের ফলের ওপর ভিত্তি করে প্রাইজমানি পকেটে পুড়েছে।

 

উয়েফার মতো এত বাজেট ছিল না কনমেবলের। পুরো ‍টুর্নামেন্টে বাজেট ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৭ কোটি টাকা। সেখান থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা। আর রানার্সআপ কলম্বিয়া পেয়েছে প্রায় ৮৩ কোটি টাকার মতো।

প্রতিটি দল ম্যাচ ফি ও ম্যাচের ফলের ওপর ভিত্তি করে এই প্রাইজমানি পেয়েছে।