NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ?


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ১১:৫৫ পিএম

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ?

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। এর আগে সংস্থাটি জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি একটি ‘হত্যা চেষ্টা’ ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই।

তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।

 

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। এএফপির খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, ট্রাম্পকে লক্ষ করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা।

তবে তিনি সামরিক কোন কর্মকাণ্ডে কখনো নিয়োজিত ছিল না বলে পেন্টাগন জানিয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ক্রুকসের বাবা অন্তত ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন। বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, টমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে কোন ধরনের আইডি কার্ড ছিল না। যে কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই।

তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্কে বসবাস করতেন। 

 

ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মার্কিন গণমাধ্যমের খবর বলছে, রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য ছিলেন।

ভিডিওতে দেখা যায়, সমাবেশে বক্তব্য দেয়ার মধ্যে হঠাৎ ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘একটি গুলি আমার ডান কানের ওপরের অংশে লেগেছে’।

 

তিনি আরো বলেন, ‘আমি হঠাৎ বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। হঠাৎ একটা শব্দ হলো। আমি টের পেলাম একটা গুলি আমার কানের চামড়ার ভেতর দিয়ে চলে গেলো। অনেক রক্তক্ষরণ হয়েছে, যা দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে।’

ঘটনার কয়েক ঘণ্টা পর এফবিআই একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে সংস্থাটির একজন কর্মকর্তা কেভিন রোজেক বলেছেন, ‘আজকে আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি।’

তিনি জানিয়েছেন, তাদের এজেন্টরা এখন ঘটনাস্থলে রয়েছেন এবং এর তদন্ত চালিয়ে যাচ্ছেন। এই সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের ভবনের ছাদে কেউ ছিল। সেটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জানা ছিল না। তবে, সংবাদ সম্মেলনে অবশ্য সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিলো না।

এদিকে গুলিতে আহত ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারা দুজন আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে তাদের উভয়ের আরেক প্রতিদ্বন্দ্বী রবার্ট এফ কেনেডি জুনিয়র সবার প্রতি সবার প্রতি আহবান জানিয়েছেন যেনো রাজনৈতিক অঙ্গনে সবাইকে শ্রদ্ধার চোখে দেখা হয়। কেনেডির বাবা রবার্ট এফ কেনেডি ১৯৬৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় গুলিতে নিহত হয়েছিলেন। আর তার চাচা জন এফ কেনেডি ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুলিতে মারা গিয়েছিলেন।

হামলার উদ্দেশ্য কী ছিল?

হামলাকারী ক্রুকসের পরিচয় প্রকাশের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, ‘তার মোটিভ কি ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি’। তবে ঠিক কি ঘটেছে এটির তদন্ত কয়েক মাস ধরেও চলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা এটি নিয়ে অক্লান্তভাবে কাজ করবে বলে জানান রোজেক।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস বলেন, ‘ঠিক কী ঘটেছে সেটি আমিও জানতে চাই। তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আগে কথা বলবো।’

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ক্রুকস যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ সিলগালা করে দিয়েছে।
বেথেল পার্কের পুলিশ জানিয়েছে, ক্রুকসের বাড়ির আশপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কী না সেটি তদন্ত করছে পুলিশ।

এদিকে সিবিএস’র খবরে আরো বলা হয়েছে, গুলিতে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে। তাদের তিনজনই প্রাপ্ত বয়স্ক পুরুষ। যারা ওই অনুষ্ঠানের শ্রোতা ছিলেন। তবে তাদের কারো নামই প্রকাশ করো হয়নি।