কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায়ের ব্যর্থতায় প্রধান কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোপার গ্রুপ পর্বে বলিভিয়ার সাথে জিতলেও পানামা ও উরুগুয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে বিদায় নেওয়ার পর সমালোচনার ঝড় ওঠে সর্বত্র।
তাকে বরখাস্তের ব্যাপারে ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রোকার বলেছেন, “গত পাঁচ বছর ধরে পুরুষদের জাতীয় দল এবং মার্কিন ফুটবলের প্রতি গ্রেগের দায়িত্বশীলতার জন্য আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
“গ্রেগ প্রত্যেকের সম্মান অর্জনের পাশাপাশি একটি তরুণ দলকে একত্রিত করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।