হর-হামেশাই দেশের বাইরে যাচ্ছেন চলচ্চিত্র ও সংগীতশিল্পী। প্রবাসীদের বিনোদন দিতে তাদের এই যাত্রা এখন বিশ্বের নানা দেশেই। তারই ধারাবাহিকতায় এবার লন্ডন মাতালেন সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন, আতিক হাসান,মীরাক্কেলখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান কমরউদ্দিন আরমান ও পাঞ্জাবিওয়ালাখ্যাত সংগীতশিল্পী শিরিন। গতকাল ৭ জুলাই লন্ডনের একটি মিলনায়তনে আয়োজন করা হয় ‘চট্টগ্রাম উৎসব’।
সেখানেই অংশ নেন চট্টগ্রামের এই শিল্পীরা। অনুষ্ঠানটির আয়োজক ইংল্যান্ডের ‘গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে অংশ নিয়ে কমরউদ্দিন আরমান কালের কন্ঠকে বলেন, ‘এটা লন্ডনের চট্টগ্রাম প্রবাসীদের সবচেয়ে বড় আয়োজন। আগেও এসেছিলাম।
এবারও এই আয়োজনে অংশ নিতে পেরে পেরে আমি আনন্দিত। এখানে আসলে আমার অনেক প্রিয় ও পছন্দের মানুষের সঙ্গে দেখা হয়। মনে হয় ইংল্যান্ডের বুকে একটুকরো চট্টগ্রাম।’