সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তুফান’। শাকিব খান অভিনীত ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এইরমধ্যে ছবিটি নিয়ে নানা রেকর্ড হয়েছে। বিশেষ করে আয়ের দিক থেকে।
খবর প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৩:৩০ এএম
সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তুফান’। শাকিব খান অভিনীত ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এইরমধ্যে ছবিটি নিয়ে নানা রেকর্ড হয়েছে। বিশেষ করে আয়ের দিক থেকে।
এ সংক্রান্ত একটি সংবাদের লিংক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এই ঘটনায় শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ইলিয়াস কাঞ্চনের ফেসবুকে পেজে শেয়ার হওয়া শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি।
সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?
নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, এটা এডমিন পোস্ট।