বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ফারহা খান। তবে পরিচালক হিসেবেও দারুণ সফল তিনি। শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেছেন তিনটি সুপারহিট চলচ্চিত্র। যার মধ্যে অন্যতম ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার।
খবর প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৪, ১২:৩৬ পিএম
বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ফারহা খান। তবে পরিচালক হিসেবেও দারুণ সফল তিনি। শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেছেন তিনটি সুপারহিট চলচ্চিত্র। যার মধ্যে অন্যতম ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার।
‘হ্যাপি নিউ ইয়ার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।
ফারহা তাঁর ইনস্টাগ্রাম অ্যকাউন্টে জাকিরের সঙ্গে চ্যাট শোয়ের সেই ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে ফারহা জাকিরকে বলছেন, ‘তুমি বিশ্বাস করবে না যে হ্যাপি নিউ ইয়ার সিনেমার শ্যুটিংয়ের সময় এক প্রযোজক আমাকে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি যাতে তার ছেলেকে এই সিনেমায় কাস্ট করাই।
ফারহা আরও বলেন, ‘আমি ভিভান শাহ’কে সেই চরিত্রে কাস্ট করিয়েছি। কারণ এই চরিত্রের জন্য ভিভানই ছিল পারফেক্ট ম্যাচ। আমি তাকেই নিয়েছি যে এই চরিত্রের জন্য পারফেক্ট।’
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছিল ফারহা খান পরিচালিত চতুর্থ সিনেমা। আর শাহরুখের সঙ্গে জুটি বেঁধে তৃতীয়। শাহরুখ-গৌরী যৌথভাবে এটি প্রযোজনা করেছিলেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, বক্স অফিসে হ্যাপি নিউ ইয়ার ৪০৮ কোটি আয় করেছিল।