ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে চলা যুদ্ধের অবসানে গত বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের ‘নতুন ভাবনার’ কথা জানিয়েছে হামাস। এই নতুন পরিকল্পনা ‘মূল্যায়ন’ করে দেখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলেছে, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাবে হামাস যেসব ‘মন্তব্য’ করেছে, তার মূল্যায়ন করে জবাব দেওয়া হবে।
ইসরায়েলি হামলা ও যুদ্ধে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।