গত কয়েকদিন ধরেই আলোচনায় আছে ছোট পর্দার অভিনেত্রী চমকের বিয়ে। ৯ টাকা কাবিনে বিয়ে এবং ৯০০ টাকার শাড়ি পড়ে মাদ্রাসায় বিয়ে করেন এই অভিনেত্রী। সেটি নিয়ে সমালোচনায় কম হয়নি।
তবে বিয়ের পরপরই চমকের স্বামীকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।
খবর প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৪, ০৩:৪১ এএম
গত কয়েকদিন ধরেই আলোচনায় আছে ছোট পর্দার অভিনেত্রী চমকের বিয়ে। ৯ টাকা কাবিনে বিয়ে এবং ৯০০ টাকার শাড়ি পড়ে মাদ্রাসায় বিয়ে করেন এই অভিনেত্রী। সেটি নিয়ে সমালোচনায় কম হয়নি।
তবে বিয়ের পরপরই চমকের স্বামীকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চমকের স্বামী। বৃহস্পতিবার (৪ জুলাই) সামাজিকমাধ্যমে ৩ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন চমকের স্বামী আজমান নাসির। ওই ভিডিওতে নাসির বলেন, ‘চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস! তথ্য কী? আমার দুটি বিয়ে নিয়ে আপনারা (সাংবাদিক) নিউজ করছেন। হ্যাঁ, শরিয়ত মোতাবেক দুটি বিয়ে করেছিলাম এবং শরিয়ত মোতাবেক ডিভোর্সও হয়েছে। এর অনেক পরে চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয় এবং শরিয়ত মোতাবেক আমরা বিয়ে করি।’
চমকের বর্তমান স্বামী যখন দুঃখ প্রকাশ করছেন তার আগের বিয়ের জন্য। এমনকি জানিয়েছেন আগের বিয়ের ঘটনা প্রকাশ পাওয়ায় চমকের সামনে মুখ দেখাতে পারছেন না। ঠিকই তখনই জানা গেলো চমকের আগের বিয়ের ঘটনা।
এদিকে নাসিরের দুই বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই জানা গেল চমকেরও আগে বিয়ে হয়েছিল একটি। জানা গেছে, ২০১৪ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির।
বিয়ে হওয়ার পর ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিড ইউথ চমক স্ট্যাটাস দেন। চমকের বর্তমান স্বামীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সাবেক স্বামীর সঙ্গে চমকের তোলা দুটি সেলফিও ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়।
এদিকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন রুকাইয়া জাহান চমক।
চমকের বিয়ের বিষয়টি নিশ্চিত করে প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ কর্তৃপক্ষ জানান, আমরা জেনেছিলাম চমক বিবাহিত। সেজন্য তাকে যৌথভাবে তৃতীয় করা হয়েছিল। তা না হলে তাকে আমরা দ্বিতীয় করতাম। এর আগে চমক বলেছিল, ছেলেটি নাকি তার প্রেমিক। কিন্তু আমরা অনুসন্ধানে বের করেছিলাম সে-ই চমকের স্বামী। স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরায় থাকতেন।
এদিকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার পর থেকে তার স্বামী খান এইচ কবিরের সঙ্গে তার দূরত্ব বাড়ে। এক পর্যায় তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে কবির দেশের বাহিরে থাকেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।