পর্নোগ্রাফি তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা ধামাচাপার উদ্দেশ্যে দেওয়া ঘুষের তথ্য ব্যাবসায়িক নথিপত্রে গোপনের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।
ট্রাম্পের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতের বিচারক হুয়ান মার্চান এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, অন্তত আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রায় ঘোষণা স্থগিত থাকবে। এর আগে গত ৩০ মে ট্রাম্পকে ওই মামলায় দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত।