একফ্রেমে রজনীকান্ত ও সালমান খান। সিনেমাপ্রেমীদের জন্য এ যেন সোনায় সোহাগা। সেটিও সুপারস্টার পরিচালক অ্যাটলির নির্মাণে! খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। তবে সেই চাঞ্চল্য বেশিদিন দীর্ঘস্থায়ী হলো না।
খবর প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৪, ০৭:২৬ এএম
একফ্রেমে রজনীকান্ত ও সালমান খান। সিনেমাপ্রেমীদের জন্য এ যেন সোনায় সোহাগা। সেটিও সুপারস্টার পরিচালক অ্যাটলির নির্মাণে! খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। তবে সেই চাঞ্চল্য বেশিদিন দীর্ঘস্থায়ী হলো না।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে জানা গেছে, রজনীকান্ত নয় বরং কমল হাসান হবেন অ্যাটলির পরবর্তী সিনেমায় সালমান খানের সঙ্গী। অ্যাটলি গত কয়েক মাস ধরে উভয় সুপারস্টারের সাথে আলোচনা করছেন এবং আসন্ন সিনেমাটি চূড়ান্ত হতে যাচ্ছে। তবে অফিসিয়ালি সিনেমাটি প্রসঙ্গে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
অ্যাটলির ঘনিষ্ঠ এক সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, জওয়ানের পর অ্যাটলি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন স্পেক্টেল তৈরি করতে কাজ করছেন এবং তিনি এখন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় দুই মেগাস্টারের সাথে আলোচনা করে এই দিকে পদক্ষেপ নিতে চলেছেন।
এদিকে রজনীকান্তের পরিবর্তে কমল হাসানের নাম উঠে আসায় সিনেমাপ্রেমীদের মাঝে নতুন করে আলোচনা দেখা যাচ্ছে। এই জুটিকে ঘিরেও আগ্রহ তুঙ্গে।