NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বুমরাহকে কোহিনূর হীরার চেয়েও মূল্যবান মনে করেন কার্তিক


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৭:২৮ এএম

বুমরাহকে কোহিনূর হীরার চেয়েও মূল্যবান মনে করেন কার্তিক

বহুল আলোচিত কোহিনূর হীরা এখন ব্রিটিশ রাজপরিবারের অলঙ্কার ভাণ্ডার শোভা করে আছে। ১০৫.৬ ক্যারেট ওজনের অলঙ্কারটি মেলে ভারতে, চতুর্দশ শতকে। এরপর অনেক হাত ঘুরে সেটি রানি ভিক্টোরিয়া কাছে যায়। এটির মালিকানা নিয়ে ভারত ও যুক্তরাজ্যসহ অন্তত চারটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

ভারতের আক্ষেপ সেই কোহিনূর হীরার থেকে জনপ্রিত বুমরাহকে মূল্যবান মনে করেন দীনেশ কার্তিক।

 

ক্রিকেট বিষয়ক এক আলোচনায় বুমরাহকে নিয়ে কার্তিক বলেন, 'আমি ধারাবিবরণী করার সোময়ে বলেছি, বুমরাহ কোহিনূর হীরার চেয়েও মূল্যবান। সত্যিই এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সে। চাপের মধ্যেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে।

খুব বেক মানুষ এটা করতে পারে।'

 

এবার ভারতের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান বুমরাহর। নতুন বল হোক বা পুরনো, বিধ্বংসী রূপে দেখা গেছে তাকে। ৮ ম্যাচে ৮.২৬ গড়ে ১৫ উইকেট, ওভারপ্রতি অবিশ্বাস্য ৪.১৭ গড়ে রান দিয়েছেন এই ডানহাতি পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন তিনি।

 

কার্তিক বলেছেন, 'যেকোনো অধিনায়কের স্বপ্নের বোলার সে। বুমরাহ এমন একজন, যে কোনো জায়গা থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে তার। এটিই তাকে এত অন্যদের থেকে আলাদা করে তুলেছে। অসাধারণ, দুর্দান্ত- এসব শব্দ তার জন্যই।