পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টির দল ভ্যানকুভার নাইটস। ঘোষণাটি তারা দিয়েছে এভাবে, ‘গ্লোবাল টি-২০ এর চতুর্থ সিজনের জন্য ভ্যানকুভার নাইটস অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করছে: স্যার মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং দারুণ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয় এনে দিতে তৈরি। ।