ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে সিনেমাটি। একের পর এক রেকর্ডও গড়ছে কল্কি। তোলপাড় ফেলেছে দর্শকদের মাঝে।
খবর প্রকাশিত: ০২ জুলাই, ২০২৪, ০৩:০৮ এএম
ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে সিনেমাটি। একের পর এক রেকর্ডও গড়ছে কল্কি। তোলপাড় ফেলেছে দর্শকদের মাঝে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম সপ্তাহান্তের আয়ে সালারের আয়কে ছাড়িয়ে গেছে কল্কি। ‘সালার পার্ট ১: সিজফায়ার’ মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ২০৯ কোটি আয় করেছিল। তবে সালারকে ছাড়িয়ে গেলেও শাহরুখ খানের ‘জওয়ান’ ও রাজামৌলির ‘আরআরআর’ কে টপকাতে পারেনি কল্কি।
এদিকে মুক্তির চারদিনে ভারতে ৩০০ কোটির ক্লাবে প্রবেশের পাশাপাশি বিশ্বব্যাপী ৫০০ কোটি আয় তুলে নিয়েছে কল্কি।
অপরদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কল্কির বিশ্বব্যাপী নেট আয় ৫১৫ কোটি রুপি।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।