NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:০৯ এএম

‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর  স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন পত্নী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অনুষ্কার প্রতি তার ভালবাসার কথা জানিয়ে এবার সেই বার্তার জবাব দিলেন স্বামী কোহলি।এটাও লিখেছেন, আনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না।

কোহলি সেই পোস্টে লিখেছেন, “তুমি (আনুশকা) না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না।

তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার।
ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।”

 

আনুশকা ইনস্টাগ্রামে বিরাটের একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে।

সঙ্গে আনুশকা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।”