ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন পত্নী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অনুষ্কার প্রতি তার ভালবাসার কথা জানিয়ে এবার সেই বার্তার জবাব দিলেন স্বামী কোহলি।এটাও লিখেছেন, আনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না।
কোহলি সেই পোস্টে লিখেছেন, “তুমি (আনুশকা) না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না।