NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

স্লোভাকিয়ার হৃদয় ভেঙে শেষ আটে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০১:২১ পিএম

স্লোভাকিয়ার হৃদয় ভেঙে শেষ আটে ইংল্যান্ড

শুরুতেই গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। ম্যাচের একদম শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে কোয়ার্টারের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ মিনিটে এসে হৃদয় ভাঙে দলটির। জুভ বেলিংহাম গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।

এরপর অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত হয় ইংলিশদের।

 

ম্যাচে বলের দখল, আক্রমণে এগিয়ে ছিল ইংলিশরাই। কিন্তু খেলার ২৫ মিনিটে ইংলিশদের স্তব্ধ করে স্লোভাকিয়াকে এগিয়ে নেন ইভান শ্রানজ। দারুণ আক্রমণে ইংল্যান্ড ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিং করেন শ্রানজ।

 

এগিয়ে গিয়ে রক্ষণে মনোযোগী হয় স্লোভাকিয়া। রক্ষণ জমাট রেখে বার বার ফিরিয়ে দেয় হ্যারি কেইনদের আক্রমণ। কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কেইন। এর মাঝে ডিকলাইন রাইসের শট সাইডবারে লেগে ফিরলে হতাশা বাড়ে আরো।

 

স্লোভাকিয়া যখন জয়ের স্বপ্ন বুনছে তখনো ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধের যোগ করা পঞ্চম মিনিটে বাইসাইকেল শটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার। তাতে ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে।

সেখানেই বাজিমাত করেছে গ্যারেথ সাউথগেটের দল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই পেয়ে হেডে জাল খুঁজে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে অধিনায়ক কেইন।

বাকি সময়ে রক্ষণ আগলে রেখে কোয়ার্টার ফাইনালে পা দেয় ইংলিশরা।