খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৬ এএম
সৌদি প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় উদযাপন করা হয়েছে প্রবাসী সাংবাদিক রুমী সাঈদের গণমাধ্যমে ত্রিশ বছর পূর্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত শিকদার পিএসসি ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধীজন ও সাংবাদকর্মীরা।
উল্লেখ্য, রুমী সাঈদ বাংলাদেশ ও সৌদি আরব দু দেশের গণমাধ্যমে বাংলা ও ইংলিশ মাধ্যমে কাজ করছেন তিন দশক। তিনি প্রবাস থেকে টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেছেন উনিশ বছর। রুমী সাঈদ একমাত্র বাংলাদেশী যিনি সৌদি জাতীয় ইংরেজি দৈনিকে কাজ করেছেন এক দশকেরও বেশি সময়।
তিনি জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক। রুমী সাঈদ বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল) এর প্রধান উপদেষ্টা।