NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

পেরু-চিলির ড্রয়ে রেকর্ড ভাঙল ২০ বছরের


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

পেরু-চিলির ড্রয়ে রেকর্ড ভাঙল ২০ বছরের

কোপা আমেরিকায় পেরু ও চিলির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২০ বছর পর পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচ ড্র হলো। ১৯৮৯ সালে সর্বশেষ পেরু–চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ড্রয়ে গ্রুপ ‘এ’তে নিজেদের সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল এ দুই দল।

 

কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে আজ ভোরে (২২ জুন) গ্রুপ ‘এ’তে টেক্সাসে হওয়া এই ম্যাচে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাতিন আমেরিকার দুই দেশকে।

টেক্সাসে দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করে শুরুতে চিলিকে চাপে রাখে পেরু। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি চিলি।

ম্যাচের ১৬ মিনিটে ভিক্টর দাভিলার ক্রস থেকে গোলমুখে একা বল পেয়েও সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন এলেক্সিস সানচেজ।  ২০ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের দূরপাল্লার শট খুঁজে পায়নি গোলবারের ঠিকানা। ২৭ মিনিটে চিলির ভিক্টর দাভিলার হেড সামান্য একটু উপর দিয়ে চলে যায়। ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

 

দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে চিলি। ৬২ মিনিটে দাভিলার শট রুখে দেয় পেদ্রো গালিসে। ৭৯ মিনিটে ম্যাচে নিজেদের সবচেয়ে ভাল সুযোগ পায় পেরু। লাপাদুলার ভলি দারুণভাবে রুখে দেন চিলির ক্লদিও ব্রাভো। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

 

ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি। তবে লক্ষ্যে রাখতে পেরেছে শুধু একটি শট। অন্যদিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। 

আগামী বুধবার চিলি নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে পেরুর প্রতিপক্ষ কানাডা।