বর্তমান সময়ের ইন্টারনেট সেনসেশান উরফি জাভেদ এবং ওরি। একজন সোশাল মিডিয়ার সেনসেশন, আরেকজন বলিউডের ঘনিষ্ঠ মহলের মানুষ। তবে দুজনেরই জনপ্রিয়তা পাওয়ার একটাই মাধ্যম। তা হল ইন্টারনেট।
খবর প্রকাশিত: ১৭ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম
বর্তমান সময়ের ইন্টারনেট সেনসেশান উরফি জাভেদ এবং ওরি। একজন সোশাল মিডিয়ার সেনসেশন, আরেকজন বলিউডের ঘনিষ্ঠ মহলের মানুষ। তবে দুজনেরই জনপ্রিয়তা পাওয়ার একটাই মাধ্যম। তা হল ইন্টারনেট।
উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিকমাধ্যমে এখন চলছে প্রেমকাহিনী। তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই।
ভারতীয় প্রতিবেদনে সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জুন) রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন।
তবে এবারই প্রথম নয়; এর আগেও ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি এবং ওরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। বলিউডের তারকাসন্তান অনন্যা পান্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় ওরি-উরফিকে।