NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বিয়ে করতে রাজি ওরি-উরফি!


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম

বিয়ে করতে রাজি ওরি-উরফি!

বর্তমান সময়ের ইন্টারনেট সেনসেশান উরফি জাভেদ এবং ওরি। একজন সোশাল মিডিয়ার সেনসেশন, আরেকজন বলিউডের ঘনিষ্ঠ মহলের মানুষ। তবে দুজনেরই জনপ্রিয়তা পাওয়ার একটাই মাধ্যম। তা হল ইন্টারনেট।

আর এবার খবর রটেছে, উরফি নাকি ওরির প্রেমে একেবারে হাবুডুবু! উরফি প্রেমে এতটাই কাবু হয়েছেন যে, ওরিকে করতে চান বিয়ে। এটা কোনও গুঞ্জন নয়, বরং বিয়ের কথা উরফিই জানিয়েছেন নিজে থেকে।

 

উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিকমাধ্যমে এখন চলছে প্রেমকাহিনী। তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই।

তাদের মাঝে দেখা মাখোমাখো প্রেমকাহিনি। তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন, তা হলে দেখতে কেমন হয়, এমন জল্পনা পানি ঢাললেন স্বয়ং উরফি ও ওরি।

 

1
একসঙ্গে ওরি এবং উরফি জাভেদ

ভারতীয় প্রতিবেদনে সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জুন) রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন।

একসময় অরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে অরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে অরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

 

তবে এবারই প্রথম নয়; এর আগেও ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি  এবং ওরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। বলিউডের তারকাসন্তান অনন্যা পান্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় ওরি-উরফিকে।

কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি শুধুই মজার ছলে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।